Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

 

নিয়ামতপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থান দিয়ে চলে গেছে একটি নদী যা ঐতিহাসিক ভাবে পরিচিত। যাহার নাম নরসুন্দা। নরসুন্দা নদীই হচ্ছে নিয়ামতপুর হতে বিভিন্ন স্থানে নৌপথে যাতায়তের মাধ্যম। যা থেকে আশে পাশের সকল অঞ্চলে যাতায়ত করা যায়। নিয়ামতপুরে অবস্থিত নরসুন্দা নদীর দৈর্ঘ্য আনুমানিক প্রায়-৫ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টিকারক নরসুন্দা নদীটি নিয়ামতপুরকে করেছে সৌন্দর্যমন্ডিত। নুরসুন্দা নদীতে প্রায় সারা বছরই জলে প্লাবিত হয়ে থাকে।

 

নিয়ামতপুরে রয়েছে আরও অসংখ্য খাল ও বিল। যেমন উল্লেখযোগ্যভাবে, রৌহা গ্রামের পার্শবর্তী হয়ে চলে গেছে নরসুন্দা নদীতে একটি খাল যা বর্ষাকালে জলে প্লাবিত হয় টয়টুম্ভুর হয়ে।

 

নিয়ামতপুর হাওড়ের পার্শবর্তী থাকার কারণে নিয়ামতপুরের বিভিন্ন গ্রাম রয়েছে বর্ষাকালে হাওড় অঞ্চলে পরিণত হয়।